শান্তিনিকেতনে গিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আসনে বসেননি। বরং জানলার ধারে অন্য একটি আসনে বসেছেন। কংগ্রে সাংসদ অধীর চৌধুরীকে জবাব দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর অভিযোগ করেছিলেন, জানুয়ারিতে বীরভূম সফরে গিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত চেয়ারে বসে নোবেলজয়ীকে অপমান করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মঙ্গলবার সংসদে দাঁড়িয়েই অমিত যার জবাবে বললেন, অধীরের অভিযোগ ‘ভুল’। কংগ্রেস সাংসদকে বিঁধে অমিতের মন্তব্য, “উনি সঠিক তথ্য জানেন না। আমার কাছে সঠিক তথ্য রয়েছে। সত্যিটা হল, প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু রবীন্দ্রনাথ ঠাকুরের ওই চেয়ারে বসেছিলেন। আরেক প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গাঁধী তাঁর সোফায় বসে চা-ও পান করেছিলেন।” এমনিতেই বিজেপির বিরুদ্ধে বাঙালি বিরোধী তকমা সেঁটে দিয়েছে শাসক তৃণমূল। তায় শান্তিনিকেতনে গিয়ে রবীন্দ্রনাথের চেয়ারে বসেছেন অমিত শাহ। রাজ্যের বিধানসভা ভোটের আগে এনিয়ে শোরগোল পড়তেই পদ্মশিবির বুঝে যায়, ভাবমূর্তি নষ্ট হচ্ছে। সেটা রুখতে হবে। তাইতো অমিত সরাসরি অধীরের মোকাবিলা করেন তথ্য এবং চিত্র দিয়ে।